বকশীগঞ্জ

৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ১

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) এক অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় প্রসাধনীসহ মো. সোহরাব (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার আইরমারী ব্রিজের পশ্চিমপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহরাব বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আলমের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৭২০ টাকা।

ডিবি-২ থেকে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে আইরমারী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত মিশুক ভ্যানে তল্লাশি চালিয়ে আটটি প্লাস্টিকের বস্তা ভর্তি প্রসাধনী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৮ কার্টুন পন্ডস ফেসওয়াশ,  ৪৯ কার্টুন পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ।

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন- “অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। জামালপুরকে নিরাপদ ও চোরাকারবারিমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button