ব্যবসায়ীর জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ
স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীর জমির মাটি কেটে ইটভাটাতে দেয়ার অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে।
এই বিষয়ে গত বছরের ২২ ডিসেম্বর সরিষাবাড়ী উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ হৃদয় (২০)।
উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত করা হয় দৌলতপুর গ্রামের মৃত গুঞ্জের আলীর ছেলে মোঃ কুদ্দুসকে (৭০)।
অভিযোগে উল্লেখ করা হয়- ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর গ্রামের ব্যবসায়ী কুদ্দুসসহ কয়েকজন ভেকু মেশিন দিয়ে তার জমির মাটি কাটতে শুরু করে। বিষয়টি জেনে তাদের বাধা দিতে গেলে তারা সেই বাধা মানেনি। পরে প্রতিবাদ করতে গেলে হৃদয়কে মারধর করতে আসে অভিযুক্তরা। পরে সেখান থেকে গিয়ে এলাকার গনমাণ্য ব্যক্তিদের জানানোর পর ২২ ডিসেম্বর উপজেলা প্রশানকে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী।
ভুক্তভোগী হৃদয় বলেন-‘আমাদের জমি ও তাদের জমি পাশাপাশি। মোঃ কুদ্দুস তার জমির সাথে সাথে আমাদের জমির মাটি কেটে ইটভাটাতে দিচ্ছে। আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করতে আসে। তারা অনেক প্রভাবশালী। তিনি চাইলেই কি কোনো জমির মাটি কেটে ইটভাটাতে দিতে পারেন? তাদের সাথে আমরা পেরে উঠছি না। আমরা এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে মোঃ কুদ্দুস বলেন-‘আমি সেই জমিটি ক্রয় করেছি। আমার ক্রয় করা জমি থেকে মাটি কাটছি। তাদের জমির মাটি আমি কাটিনি।’
এসব বিষয়ে জানতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে সরিষবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামান মোবাইল ফোনে বলেন- ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’




