সারাদেশ

শোক বইয়ে স্বাক্ষর করলেন জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে রাখা শোক বইয়ে স্বাক্ষর করলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর এর পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

শোক বইয়ে তিনি লিখেন- “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে আপোষহীন, গণমানুষের প্রিয় নেত্রী, বিএনপি’র চেয়ারপার্সন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে সমগ্র জাতি একজন দেশ প্রেমিক অভিভাবক হারালো। গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।”

Related Articles

Back to top button