বকশীগঞ্জ

অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন: ড্রেজার ধ্বংস ও জরিমানা

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ও বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যক্তিকে মোটা অংকের জরিমানা করার পাশাপাশি একটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ও নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা।

ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- লাউচাপড়া এলাকায় আইন অমান্য করে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে খোকন মিয়া নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত নিলক্ষিয়া–সাজিমারা এলাকার দশানী নদীতে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা জানান- কৃষি জমির উর্বরতা নষ্ট করে মাটি বিক্রি এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button