ইসলামপুর

ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষককে ব্যতিক্রমী বিদায়

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আব্দুস  ছালাম চাকরি জীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়ে অবসরে গেছেন।

এই উপলক্ষে শনিবার (১০ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম নবাব সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিদায়ী শিক্ষকের স্মৃতিচারন করে বক্তারা তার দীর্ঘময় কর্মজীবনের নিষ্ঠা, দক্ষতা ও অবদান তুলে ধরে তার আদর্শিক জীবনদর্শন থেকে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে রাজকীয় আয়োজনে ঘোড়ার গাড়িতে করে আব্দুস ছালামকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা নিজ বাড়িতে পৌঁছে দেন। এ সময় উপস্থিত সবাই এক আবেগঘন পরিবেশে তাকে শেষ বিদায় জানান।

Related Articles

Back to top button