স্কুল ছাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
শাওন মোল্লা,জামালপুর: জামালপুরে স্কুল ছাত্র জিহাদকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার সকালে সদর উপজেলার নারিকেলীতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচী পালন করে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী ও গহের পাড়ার সর্বস্তরের জনগন।
এসময় গুরুত্বপূর্ণ মহাসড়কটি দেড় ঘন্টা অবরুদ্ধ থাকায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গত বুধবার রাতে জেলা সদরের গহেরপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ পশ্চিম গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিক্ষোভে বক্তারা বলেন- গত বুধবার সন্ধ্যায় নারিকেলী এলাকায় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখার আয়োজনে কথা কাটাকাটি জেরে জিহাদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মুন্না ও সহযোগীরা । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয় জিহাদের৷ ঘটনার পর দিন থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
বিক্ষোভে অংশ নেওয়া জিহাদ এর মা বলেন-‘মুন্না সাইদ আমার ছেলেকে মারছে। আমি তাদের সবোর্চ্চ শাস্তি ফাঁসি চাই ।
জিহাদের চাচাতো ভাই সাকিব বলেন-‘আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা শুধু ন্যায়বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।’
খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।




