সরিষাবাড়ী

৬ দিন পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৬ দিন পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান- যান্ত্রিক ত্রুটির কারনে গত ৫ জানুয়ারি রাত ১২ টার দিকে বন্ধ হয়ে যায় যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারো উৎপাদনে ফিরে প্রতিষ্ঠানটি।

গ্যাস সংযোগ না থাকায় দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানার উৎপাদন।  এরপর গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। পরে ৫ জানুয়ারি রাতে যান্ত্রিক ত্রুটির কারনে আবারো বন্ধ হয়ে যায় যমুনা সার কারখানার উৎপাদন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিক টন। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার টন।

Related Articles

Back to top button