‘এমপি থাকাকালীন জানামতে কোন অন্যায় কাজ করি নাই’- রশিদুজ্জামান মিল্লাত
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন- ‘এমপি থাকাকালীন (২০০১-২০০৫) সময়ে জানমতে কোন অন্যায় কাজ করি নাই। অজানাতে ভূল হতে পারে, মানুষ মাত্রই ভূল হয়। তবে আমি সবসময় চেষ্টা করেছি শুদ্ধ ভাবে কাজ করতে। অন্যায় কাজে জড়িত হলে দলের নেতাকর্মীদেরও বিচার করেছি এমনকি আত্মীয় স্বজন হলেও কাউকে ছাড় দেইনি। সমাজকে রক্ষা করতে হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে।’
সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউণ্ডেশনের ইমামদের অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি এসময় উপস্থিত ইমামদের কাছে দোয়া চান এবং নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে জনসাধারনকে সচেতন করতে ভূমিকা রাখার আহবান জানান।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাবলু, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম মাহমুদুল ইসলাম সিনহা।




