ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা।
শুক্রবার (১৬ জানুয়ারি) পূর্বাচলের ‘সী শেল পার্ক অ্যান্ড রিসোর্টে’ দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
রাজধানীর বিভিন্ন প্রান্তে বসবাসরত জামালপুর জেলার বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য, সাবেক সংসদ সদস্য ও ঢাকাস্থ জামালপুর সমিতির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত।
এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাাফিজুর রহমান বাবুল, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, সাবেক মন্ত্রী এম এ সাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ ।
শুভেচ্ছা বক্ত্যব্য রাখেন সংগঠনের মহাসচিব মো.তারিকুল আজম।
পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী (আহ্বায়ক), অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম (সদস্য সচিব) এবং গোলাম হাফিজ নাহিন (যুগ্ম সদস্য সচিব)।
সকলের বক্তব্যে দলমত নির্বিশেষে সকলকে একসাথে এগিয়ে চলার আহবান জানান।
শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বাস যোগে সদস্য ও তাদের পরিবারবর্গ রিসোর্টে সমবেত হন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, মহিলাদের জন্য ঐতিহ্যবাহী বালিশ খেলা এবং যুবকদের জন্য ফুটবল ম্যাচ। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ র্যাফেল ড্র।
বনভোজন উপলক্ষে সমিতির সুভেনির ‘সম্প্রীতি’ প্রকাশিত হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ও রিংকু পাল।
দিনভর স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যস্ত যান্ত্রিক জীবনে এ যেন এক টুকরো ‘জামালপুর’কে ফিরে পাওয়া।




