জামালপুর

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: জামালপুর শহর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় পৌর শহরের কাচারীপাড়া বটতলা এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান।

এসময় তিনি বলেন-‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় নানাভাবে নির্যাতনের শিকার ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় নেতৃবৃন্দদের নিয়ে জামালপুর শহর ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে,যা কোনভাবেই কাম্য নয়।এছাড়াও একটি সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে- আমরা ছাত্রদলের কেউ না। কিন্তু গত ১৭ বছর আমরা ছাত্রদলের হয়ে রাজপথে সংগ্রাম করেছি, একাধিক মামলার আসামী হয়েছি। আমাদের সকলের পদ-পদবি ছিলো।

তাই তিনি ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে পুনরায় একটি গ্রহনযোগ্য কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা হাদিউল ইসলাম রাব্বী,অপেল মিয়া,তন্ময়সহ জেলা ও শহর ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button