দেওয়ানগঞ্জ

জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিবসটি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

শহরের হাইস্কুল রোডে উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জু হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মামুন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সারোয়ার আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে ও দেশ গঠনে শহীদ জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পরে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান সিনহার পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

Related Articles

Back to top button