মির্জা আজমের নাম বদলাতে গনভোট
মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হল ‘মির্জা আজম হল’-এর নাম পরিবর্তন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই গণভোট অনুষ্ঠিত হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মী বা শিক্ষার্থী এই ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে হল প্রশাসন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারন শিক্ষার্থীরা জানান- বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এই হলটির নামকরণ করা হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নামে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ফ্যাসিস্টদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হল ‘মির্জা আজম হল’ ও মির্জা আজমের মাতার নামে থাকা একমাত্র ছাত্রী হল ‘নুরুন্নাহার বেগম হল’-এর নাম পরিবর্তনের দাবি করে আসছিল শিক্ষার্থীরা।
ছাত্রী হলের নাম ছাত্রীরা ‘অপরাজিতা’ নির্ধারণ করে। এটি নিয়ে তাদের মধ্যে কোনো মতভেদ না হওয়ায় ‘অপরাজিতা’ নামটিই চূড়ান্ত করা হয়, যার কারণে এই হলটি নিয়ে কোনো ভোটাভুটি হচ্ছে না।
কয়েকজন শিক্ষার্থী জানান- ছাত্রদের হল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ তৈরি হয়। শিক্ষার্থীরা প্রথম থেকে দাবি করে আসছিল গণঅভ্যুত্থানকে ধারণ করতে হলটির নাম ‘বিজয় ২৪’ রাখা হোক। পরবর্তীতে কিছু শিক্ষার্থী প্রস্তাব করে, যেহেতু জামালপুরে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত, তাই জামালপুরের ঐতিহ্যবাহী ‘হযরত শাহ্জামাল (র.)’-এর নামে নামকরণ করা হোক।
এই পরিস্থিতি নিরসনে সুষ্ঠু সমাধান ও একক নাম নির্ধারণ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগামী বৃহস্পতিবার হলের নাম হিসেবে ‘বিজয় ২৪’ ও ‘হযরত শাহ্জামাল (র.)’-এর মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের লবিতে ভোটগ্রহণ চলবে। এই ভোটাভুটিতে কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা (পুরুষ শিক্ষার্থী) অংশ নিতে পারবেন।
নির্বাচন পরিচালনার বিষয়ে হল প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী জানান- আগামীকাল (বুধবার) নির্বাচন পরিচালনা কমিটির নাম এবং মোট ভোটার সংখ্যা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সারাদিন ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে। সর্বোচ্চ ভোট প্রাপ্ত নামটিই পরবর্তীতে হলের স্থায়ী নাম হিসেবে প্রশাসনিকভাবে গৃহীত হবে।
সাজাপ্রাপ্ত ছাত্রলীগের বিষয়ে জানতে চাইলে ফরহাদ আলী জানান- জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগের কেউ এই গণভোটে ভোট দিতে পারবেন না।




