দেওয়ানগঞ্জ

সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকাতে দুইজন মৃত শিক্ষক

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে দেড় বছর আগে ও চার মাস আগে মারা যাওয়ার পরও দুই শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা (ভোটগ্রহণ কর্মকর্তা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রশিক্ষণের জন্যে আমন্ত্রণ জানানো চিঠিতে তাঁদের দুইজনের নাম রয়েছে।

এর মধ্যে একজন শিক্ষকের নাম মো.আব্দুল করিম। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চর মাগুরী হাট দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন। তিনি ২০২৪ সালের ৩ আগস্ট হার্ট অ্যাটাকে মারা যান। অপরজন পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমন আকা। তিনি চার মাস আগে মৃত্যুবরণ করেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়- গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রী কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় সবাই এবারের নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে আব্দুল করিম ও আতাউর রহমান আকার নামেও চিঠি পাঠানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরমাগুরীহাট দাখিল মারাসার সুপার শফিউল আলম এবং পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

এব্যাপারে কথা বলার জন্যে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারনে মৃত ব্যাক্তিদের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।

জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বলেন-‘বিষয়টি আমি অবগত নয়। এখনই বিষয়টি খোঁজ-খবর নেওয়া হবে। এই ধরণের ত্রুটি থাকলে সেটা সংশোধন করা হবে। কিভাবে মৃত ব্যক্তি ওই তালিকায় গেলো। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Related Articles

Back to top button