বকশীগঞ্জ

পেশাদারিত্ব ও নিরপেক্ষতাই হবে ভোটের মূল ভিত্তি: জেলা প্রশাসক

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে কোনো ধরনের আপস করা হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ১১টায় বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন- “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের সাংবিধানিক দায়িত্ব। পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আইনানুগ আচরণই হবে এবারের ভোটের মূল ভিত্তি। প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন-‘ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করেন যে, দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের চাপ বা বিশৃঙ্খলা মোকাবিলায় পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’

জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক সভায় ভোটগ্রহণের প্রযুক্তিগত ও আইনি খুঁটিনাটি তুলে ধরেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন:সহকারী কমিশনার (ভূমি)আসমা-উল-হুসনা, উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন।

বক্তারা সকলেই নির্বাচনকে প্রশ্নাতীত করতে কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button