দেওয়ানগঞ্জ
জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিলেন আক্কা
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আমিনুল হক আক্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি ) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মূছা, পৌর যুবদলের আহ্বায়ক দেওয়ান আলতাফ, বিএনপি নেতা মহসিন আলী বিপ্লব সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকালে মো. আমিনুল হক আক্কা বলেন-‘বিএনপির নীতি ও আদর্শ অনুসরণ করে এ এলাকার জননন্দিত নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের হাতকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবো।’




