নিখোঁজ তিন দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে তিন দিন আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক আপেল মিয়ার (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার একটি আঁখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আপেল মদনের চর গ্রামের ফতুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।
স্থানীয়রা ও পুলিশ জানায়- গত ২২ জানুয়ারি রাতে প্রতিবেশি যুবক রিপনের ডাকে ইজিবাইক নিয়ে বের হন আপেল। সেদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। রোববার আপেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আঁখ ক্ষেতে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আপেলের মা আনোয়ারা বেগম জানান-গত ২২ তারিখ রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন ভাড়া আছে বলে বাড়ি থেকে আপেলকে ইজিবাইকসহ ডেকে নেয়। এর পর থেকেই আপেলের আর খোঁজ পাইনি। আজ ছেলের মরদেহ আঁখ ক্ষেতে পাওয়া গেলো। এখনো ইজিবাইকটির হদিস পাওয়া যায় নি।
আপেলের বাবা ফতুর আলী বলেন-‘আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলো না। এমন ঘটনায় বাকরূদ্ধ হয়ে গেছি। তার ছোট দুই সন্তান এতিম হয়ে গেল। আমি এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন-‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান আছে।’




