ভোটারদের ‘ধানের শীষ’ ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান বাবুলের
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জনগণের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনার সাথে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
তিনি বলেন-`বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের মায়েদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’, সাধারণ মানুষের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ এবং শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা কার্ড’ চালু করা হবে। মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক সম্মানি দেওয়া হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা করা হবে।’
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের খালেকুন্নেছা একাডেমি মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বাবুল বলেন-`টানা ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য টানা ১৭ বছর সংগ্রাম করেছেন। এই ১৭ বছরে দলের বহু নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন।’
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন-`২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশে সংঘটিত রক্তক্ষয়ী অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতার শাহাদাত এবং বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেই নতুন বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন- আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ।




