শিক্ষিকার বাসা থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি
মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর পৌরসভার শেখেরভিটা এলাকায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের এক শিক্ষিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে বাসার তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী শিক্ষিকা সারাবান তোহরা বলেন, তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ চুরি সংঘটিত হয়েছে। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানান-‘গত ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ওই শিক্ষিকা ঢাকায় ছিলেন। ২৫ জানুয়ারি বাসায় ফিরে তিনি ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আলমারি ও ঘরের অন্যান্য আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ভুক্তভোগী শিক্ষিকা জানান- চোরেরা ঘরে থাকা প্রায় ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ছাড়া কিছু আসবাবপত্রও খোয়া গেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সহযোগিতায় ভুক্তভোগী শিক্ষিকা জামালপুর থানায় একটি মামলা করেছেন।
জামালপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন-‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




