জামালপুর

মিমকে বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক ওয়াং নাং

সাকিব আল হাসান নাহিদ,জামালপুর: ফেসবুকে গড়ে ওঠা মাত্র এক মাসের প্রেমের টানে  আসা ওয়াং নাং (৩২) নামের এক চীনা যুবক বিয়ে না করেই জামালপুর ছেড়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর থানার নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ঢাকাগামী বাসে তুলে দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান-চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা ওয়াং নাং জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকার এক ভ্যানচালকের মেয়ে মিমের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্কে জড়ান।

এক মাসের যোগাযোগের পর সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিনি ঢাকায় পৌঁছান। পরে বিমানবন্দর থেকে প্রেমিকা ও তার বাবা তাকে নিয়ে রাতে জামালপুরে আসেন।

ওই চীনা যুবক গ্রামে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে দেখতে বাড়িতে ভিড় জমান।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার দুপুরে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালের কার্যালয়ে ডেকে এনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল জানান- ওই যুবক নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করতে রাজি হননি। এ কারণে মেয়ের পরিবার বিয়েতে অসম্মতি জানায়। পরে তাকে চীনে ফেরত পাঠাতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

তিনি আরও জানান, এক মাস মেয়াদি ভ্রমণ ভিসায় ওয়াং নাং বাংলাদেশে এসেছিলেন।

নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সজীব রহমান বলেন- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চীনের নাগরিক ওয়াং নাংকে মঙ্গলবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button