সারাদেশ
শেরপুর জেলা বিএনপির আহব্বায়ক কমিটি স্থগিত
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
বুধবার (২৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়- আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।




