ইসলামপুর

নির্বাচনি এলাকায় বিচারিক কমিটির পরিদর্শন

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, ভোটার পরিবেশ পর্যবেক্ষণ এবং নির্বাচনসংক্রান্ত বাস্তব পরিস্থিতি যাচাইয়ের লক্ষ্যে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি জামালপুর–২ (ইসলামপুর) এলাকায় সরেজমিন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন জামালপুরের মেলান্দহের সিভিল জজ আদালতের সিভিল জজ আহমাদুল কবির সাকিল। এ সময় বিচারিক কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের একটি দায়িত্বপ্রাপ্ত টিম উপস্থিত ছিল।

পরিদর্শনকালে বিচারিক কমিটির সদস্যরা ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং জনসমাগমপূর্ণ বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। তাঁরা নির্বাচনি পরিবেশ, প্রচারণার অবস্থা, আচরণবিধি প্রতিপালনের চিত্র এবং ভোটারদের স্বাভাবিক চলাচল ও মতপ্রকাশের সুযোগ রয়েছে কি না-এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় বিচারিক কমিটির সঙ্গে থাকা সেনাবাহিনী ও পুলিশ টিম সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্ব পালন করে। তাঁদের উপস্থিতিতে এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার সৃষ্টি হয়।

পরিদর্শনের সময় বিচারিক কমিটির সদস্যরা সাধারণ ভোটার, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটাররা নির্বাচনকে ঘিরে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে অবাধ ভোটাধিকার প্রয়োগ, প্রভাবমুক্ত পরিবেশ এবং নির্বাচনি আচরণবিধির কঠোর বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিচারিক কমিটির পক্ষ থেকে উপস্থিত জনগণকে নির্বাচনি আইন ও আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন বা অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তা সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়।

আহমাদুল কবির সাকিল বলেন, “নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিচারিক কমিটি মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রাপ্ত তথ্য ও অভিযোগ আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Articles

Back to top button