আমরা আওয়ামী লীগকে নেব না, তবে ভালো মানুষকে বাদও দেব না: মির্জা ফখরুল
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যারা ভালো মানুষ তাদের তারা বাদও দেবেন না।
আজ বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে সদস্য সংগ্রহ ইস্যুতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘সমমনা দলগুলোর নিজেদের মধ্যে বিভেদে আওয়ামী লীগের অপকর্ম আমরা ভুলে যাচ্ছি। এর ফলে পতিত স্বৈরাচার সরকারের দোসররা সুযোগ পেয়ে যেতে পারে। আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ তাদের বাদও দেব না।’
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়া অনেকের পছন্দ হযনি, তাই নারাজ হয়ে গতকাল মঙ্গলবার একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ড.ইউনস-তারেক রহমানের বৈঠক দেশকে শঙ্কট থেকে উত্তরণ করেছে।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চায় দেশের মানুষ ন্যয্য অধিকার ফিরে পাক, আইনের মাসন প্রতিষ্ঠা হোক। তাই, দলেন নেতা-কর্মীদের আরও সজাগ থাকতে হবে।’