শাওন মোল্লা, জামালপুর: ঈদুল আযহার আনন্দ আরও বর্ণিল করে তুলতে ২০২০ সালে এস.এস.সি পাস করা জামালপুর জেলার প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বন্ধু মহল ২০২০ ব্যাচ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এই প্রীতি ম্যাচটি ঈদের তৃতীয় দিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। তবে আয়োজনকে কেন্দ্র করে উচ্ছ্বাস ও আগ্রহকে কেন্দ্র করেই শুক্রবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষ হারুন রশিদ স্যার।
এসময় তিনি বলেন-এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের তরুণ প্রজন্ম যখন নিজেদের বন্ধুত্ব, স্মৃতি ও মানবিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে এ ধরনের আয়োজন করে, তখন আমরা আশাবাদী হই ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা নিয়ে। খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা এবং দলগত মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২০ ব্যাচের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্য ব্যাচ এবং শিক্ষার্থীদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমি আশা করি, তারা ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক, ইতিবাচক ও সমাজমুখী কাজ করে যাবে। জামালপুরের তরুণদের মাঝে এমন সৃজনশীলতা আমাদের গর্বিত করে। সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবেও আমি সবসময় এ ধরনের মহতী উদ্যোগের পাশে থাকার কথা জানান তিনি।
খেলায় নির্ধারিত সময়ের ৩-২ বিজয় লাভ করেন টিম ফাল্গুনী।