মাদারগঞ্জ

মাদারগঞ্জে পাকা সড়কের মাথায় খাল, তিন যুগেও হয়নি সেতু নির্মাণ

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের পাশ দিয়ে প্রবাহিত একটি খালের ওপর গত ৩৭ বছরেও নির্মিত হয়নি কোনো সেতু।

ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষে আকাশ, রাজু আহমেদ, আবদুল হাই, রফিকুল ইসলাম,ওয়াসিম উদ্দীন,আব্দুল ওয়াদুদ দুদুসহ বেশ কয়েকজন জানান- উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে মেট্রো সড়ক বা জোনাইল বাজারের পূর্বপাশে ফকিরবাড়ী ব্রিজটি ১৯৮৮ সালের বড় বন্যার কারণে ভেঙ্গে যায়। এরপর দীর্ঘ ৩৭বছর অতিবাহিত হলেও ব্রিজটি এখনো নির্মাণ হয়নি। পাকা সড়কের মাথায় খাল থাকায় দীর্ঘ দিন ধরে গ্রামীন জনপদের কৃষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে খালে পানি বেড়ে গেলে এলাকাবাসীর দূর্ভোগের সীমা থাকে না। গ্রামের মানুষের কৃষি জমির ফসল ঘরে তোলাসহ শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই পথ পাড়ি দেওয়া হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ এই রাস্তাটিই হাটবাজার, স্কুল-কলেজ এবং উপজেলা সদরে যাওয়ার একমাত্র ভরসা । সেতুটি না থাকার কারনে বিকল্প রাস্তা দিয়ে চলতে গেলে প্রায় ৫ কিলোমিটার রাস্তা  ঘুরে চলাচল করতে হয়। ফলে সময় ও  অর্থ  দুটোই অতিরিক্ত খরচ হয়।  শুকনো মৌসুমে কোনোভাবে মাটির পথ দিয়ে চলাচল করা গেলেও বৃষ্টির সময় তা একেবারেই অচল হয়ে পড়ে।

উপজেলা প্রশাসনসহ অন্তর্বর্তীকালীন সরকারের নিকট গ্রামীন জনপদে মানুষের এই দূর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল জানান, জোনাইল বাজারের পূর্বপাশে ফকিরবাড়ীর ওখানে সেতুটি নির্মাণ হওয়া গুরুত্বপূর্ণ। প্রস্তাবনা পাঠানো হয়ছে, পাশ হলেই নির্মাণ কাজ শুরু করা যাবে।

Related Articles

Back to top button