বকশীগঞ্জ

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বকশীগঞ্জ প্রতিনিধি:

বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে ঘরের টিনের চালে উঠে আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় ফেরদৌস। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগারচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button