বকশীগঞ্জে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহর খোঁজ মেলেনি
মতিন রহমান,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসলে নেমে নিখোঁজ ১০ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহ’র আজও খোঁজ মেলেনি।
গতকাল শনিবার (২৮ জুন) বিকেলে নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চলমান রেখেছে ফায়ার সার্ভিস। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও আব্দুল্লাহকে খুঁজে পাননি।
আজ রোববার (২৯ জুন) সকালে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও তারা আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেননি।
নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনায় আব্দুল্লাহর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুলাহ’র স্বজনেরা জানান- আব্দুল্লাহ গতকাল শনিবার বিকেলে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার ফায়ার সার্ভিসে খবর দেয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, ভোর থেকে ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় টানা ৪ ঘণ্টা অভিযান চালিয়েও আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, স্রোতের তোড়ে সে দূরে কোথাও ভেসে গিয়ে থাকতে পারে।