বকশীগঞ্জপ্রধান খবররাজনীতি

বকশীগঞ্জে এনসিপির কমিটিতে আ’লীগ নেতা

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে আওয়ামী লীগ নেতাকে পদ দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনা শুরু হয়েছে।

এনসিপি সূত্রে জানা যায়, গত ১৩ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বকশীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির ঘোষনা করেন। বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে আওয়ামী লীগ নেতা মো.তৌহিদুজ্জামান তৌহিদকে করা হয়েছে যুগ্ম সমন্বয়কারী।

আওয়ামী লীগ নেতা মো.তৌহিদুজ্জামান তৌহিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্র কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

এছাড়াও গত ২০২৩ সালের ৫ মে তৌহিদ ফেইসবুক আইডিতে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছবি পোস্ট করেন। সেই ছবির ওপরের ক্যাপশনে লিখেছেন, পাঁচবারের এমপি, পূর্ণ মেয়াদে একই সাথে দু’টি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির টানা দুই মেয়াদের সভাপতি থাকা স্বত্বেও যার নামে নেই কোনো বিন্দুমাত্র অনিয়ম-অভিযোগ। ছবির নিচে লিখেছেন, সেই ৯০ থেকে ২০১৪ নির্বাচন পর্যন্ত আমার বাবা ছিলেন আপনার পাশে আর ২০০৮ থেকে এখন অব্দি আছি এবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ।

গত ২০২৩ সালে ২৪ নভেম্বর একটি নৌকার ছবি পোস্ট করেছেন। সেখানে ওপরের ক্যাপশনে লিখেছেন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকায় ভোট দিন। ওই বছরের ২৬ নভেম্বর সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের ছবি পোস্ট করেন। সেই ছবির নিচের ক্যাপশনে তিনি লিখেছেন, তৃনমুল পর্যায়ের নেতা— নৌকার মাঝি, আপনার ঋণ পরিশোধ করার সময় এসেছে…..।

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারী পৌরসভার নির্বাচনের সময় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের মোবাইল মার্কার ছবি তিনি ফেইসবুকে পোস্ট দিয়েছেন। তিনি আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও নৌকা মার্কা নিয়ে ফেইসবুকে সবসময় সড়ব ছিলেন। তাকে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী পদে রেখেছেন। বকশীগঞ্জ উপজেলা কমিটি ঘোষণার পর বিষয়টি নিয়ে বকশীগঞ্জ উপজেলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, ‘আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার দলীয় কোন পদও নেই। বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্র কমিটিতে আমাকে রাখা হয়েছিল। কিন্তু বিষয়টি আমি জানতাম না। আমার বাবা জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ফেইসবুকের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নৌকা নিয়ে লেখালেখির বিষয়ে তিনি বলেন, একজনের মৌন সমর্থন থাকতে পারে এবং সময়ের প্রেক্ষিতে ও আত্মীয়তার কারনে সেই সময় আমাকে সাবেক সংসদ সদস্য ও নৌকার বিষয়ে লিখতে হয়েছে। কিন্তু আমি ওই দলের কেউ না।’

এ প্রসঙ্গে এনসিপির বকশীগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিক বলেন, ‘এটি তিন মাসের আহ্বায়ক কমিটি। আর তৌহিদ সাধারণ সদস্য ফরম পূরণ করে আমাদের কমিটিতে এসেছেন। আওয়ামী লীগের কোনো দলীয় পদ নেই। আত্মীয়তার কারনে তিনি ফেইসবুকে বিভিন্ন সময় ছবি পোস্ট করেছেন। তারপরেও যদি আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

Related Articles

Back to top button