বকশীগঞ্জ

বকশীগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে  ২০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) ।

বুধবার (১৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২ পুলিশের এসআই শহীদুল আলম ও এসআই মনি সাধ্য ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় বকশীগঞ্জ থানার বগারচর ইউনিয়নের সারমারা গলাকাটা এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ইসমাইল বাবু (২৭) কে গ্রেফতার করেন।

বাবু উপজেলার কামালপুর ইউনিয়নের ধানুয়া কামালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

একই দিনে সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ থানার রামরামপুর রৌমারী-বকশীগঞ্জ সড়কের দক্ষিনে সিরাজ স্টোর এর পাশের খালি প্লট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম আহমেদ শাকিল (২৩) কে গ্রেফতার করেন।

শাকিল দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের আফরুজ্জামানের ছেলে।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার বলেন,
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button