প্রধান খবর

বৃষ্টি বাড়ার আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা  বলেন, মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এর বিস্তার বাড়বে।

“মোটামুটি ৪/৫ দিনের একটা স্কেল থাকবে। সারাদেশেই কম-বেশি হবে।”

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এদিন সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৩৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে নীলফামারীর ডিমলায়। এছাড়া দিনাজপুরে ১১২, রংপুরে ৯৬, তেঁতুলিয়ায় ৬৮ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে৷

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে অতিভারি বৃষ্টিপাত বলা হয়ে থাকে।

Related Articles

Back to top button