জামালপুর

জামালপুরে আরএমওকে মারধরের ঘটনায় চিকিৎসক হিটলু গ্রেপ্তার


জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) মারধরের ঘটনায় চিকিৎসক ইকরামুল হক হিটলুকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) দুপুর ২ টার দিকে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৩ জুন জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তরিকুল ইসলাম রনিকে মারধর করার অভিযোগে চিকিৎসক ইকরামুল হক হিটলু ও তাঁর স্ত্রী চিকিৎসক শারমিন আক্তারের নামে মামলা দায়ের করেন মেডিকেল টেকনিশিয়ান আমিনুল হক।

ডিবি পুলিশ জানায়- গত ২৩ জুন জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তরিকুল ইসলাম রনিকে মারধরের ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেন। জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গোয়েন্দ পুলিশের সদস্যরা রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তাকে জামালপুর আনা হচ্ছে।

Related Articles

Back to top button