ভারতে মন্দিরে নামাজ পড়ায় মুসলিম কর্মচারী গ্রেপ্তার
ভারতে মন্দিরে নামাজ পড়ায় এক মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আলী মোহাম্মদ। তিনি ওই মন্দিরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। দেশটির উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় এই ঘটনাটি ঘটেছে।
মূলত মন্দিরে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, উত্তর প্রদেশের বদায়ুঁ জেলার এক মন্দিরে নামাজ পড়ার দায়ে আলী মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি প্রায় ৩৫ বছর ধরে বদায়ুঁর দাতাগঞ্জ এলাকার পাপড় গ্রামে অবস্থিত ব্রহ্মদেব মন্দিরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।
মূলত তিন মাস আগে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, আলী মোহাম্মদ মন্দিরের ভেতরে নামাজ আদায় করছেন। পুলিশ জানিয়েছে, ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আলী মোহাম্মদ বলেন, “আমি গরু-গোবর পরিষ্কার করে নামাজ পড়েছিলাম। এটা আমার ভুল ছিল। আমি ক্ষমা চাইছি।”
এর আগে কখনও মন্দিরে নামাজ পড়েছেন কিনা পুলিশ জানতে চাইলে তিনি বলেন, “না, না। কেউ কেউ বলেছিল— যেহেতু আপনি এখানে কাজ করেন, চাইলে এখানে নামাজ পড়তে পারেন।”
পুলিশ কর্মকর্তা কেকে তিওয়ারি জানান, “একজন ব্যক্তি মন্দিরে নামাজ পড়ছিলেন, যার ভিডিও ভাইরাল হয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে আলী মোহাম্মদের পরিবার এ ঘটনাকে অতিরঞ্জিত বলে দাবি করেছে। তার পুত্রবধূ সায়েমা বলেন, “এই বিষয়টা তেমন কিছু না। মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। উনি পুরো জীবন মন্দিরেই কাটিয়েছেন।”
মন্দিরের পুরোহিত পরমাত্মা দাসও বিষয়টিকে বড় করে না দেখতে অনুরোধ করেছেন। তিনি বলেন, “আলী মোহাম্মদ মানসিকভাবে কিছুটা দুর্বল। তিনি বহু ধর্মীয় স্থানে সেবা দিয়েছেন। গত ৩৫ বছর ধরে এই মন্দিরেই কাজ করছেন।”