প্রধান খবর

‘জুনে সড়কে প্রাণ গেছে ৬৯৬ জনের’

সদ্য বিদায়ী জুন মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৯৬ জন। এর মধ্যে শিক্ষার্থী ৯৪ জন। মে মাসের তুলনায় প্রাণহানি বেড়েছে ২২ শতাংশের বেশি।

আজ বুধবার সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির তথ্য বলছে, জুনে সড়ক দুর্ঘটনা হয়েছে ৬৮৯টি।

সংগঠনটি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৪ জন নারী (১৫.০৯ শতাংশ) ও ১০৯ জন শিশু (১৫.৮২ শতাংশ)। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়- ২২৮ জন, যা মোট প্রাণহানির ৩২.৭৫ শতাংশ। এছাড়া নিহতদের মধ্যে ১২০ জন পথচারী (১৭.২৪ শতাংশ) এবং ১০৬ জন চালক ও সহকারী (১৫.২২ শতাংশ)।

এছাড়া, ১৮টি নৌ-দুর্ঘটনায় নিহত ২১ জন। আর ৫৩টি রেল দুর্ঘটনায় প্রাণহানি ৪৪ জনের। সবচেয়ে বেশি ২০২টি দুর্ঘটনা ঢাকা বিভাগে। সিলেটে সবচেয়ে কম ২৭টি।

সময় বিশ্লেষণে দেখা যায়, সকালে (২৬.২৬ শতাংশ) ও বিকালে (২০.৭৫ শতাংশ) সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ৩০৬টি দুর্ঘটনা (৪৪.৪১ শতাংশ) ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে, ১৬৭টি (২৪.২৩ শতাংশ) ছিল মুখোমুখি সংঘর্ষ এবং ১২৪টি (১৮ শতাংশ) ছিল পথচারীকে চাপা দেওয়ার ঘটনা।

এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি প্রায় আড়াই হাজার কোটি টাকার সম্পদের ক্ষতির কথা জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি মনে করে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ নানা কারণে প্রাণহানি বাড়ছে সড়কে। দক্ষ চালক তৈরিসহ ১১টি সুপারিশ তুলেও ধরেছে সংগঠনটি।

Related Articles

Back to top button