জামালপুর

জামালপুরে হারানো ৩৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

 

হৃদয় আহম্মেদ, জামালপুর:
জামালপুরে জুন মাসে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় থানার প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন।

এ সময় তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের হারানো সম্পদ ফিরিয়ে দিতে পারা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাধারণ ডায়েরির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে ফোনগুলো শনাক্ত করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জামালপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মো. আবুল মুনছুর। পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আবু ফয়সল মো. আতিক।

পুলিশের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মোবাইল ফোনের প্রকৃত মালিকরা।

Related Articles

Back to top button