মতিন রহমান,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৬০০টি ইউক্যালিপটাস ও আকাশমণি চারা ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।
চারা ধ্বংসের আগে স্থানীয় নার্সারি মালিক ও সাধারণ মানুষকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের মারাত্মক পরিবেশগত ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়। জানানো হয়-এই গাছগুলো মাটির গভীরে প্রবেশ করে দ্রুত পানি শোষণ করে ভূগর্ভস্থ পানির স্তর কমিয়ে দেয়, যা মাটির আর্দ্রতা হ্রাস করে। এর ফলে স্থানীয় জীববৈচিত্র্য ও শস্য উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ভবিষ্যতে যদি কেউ এই পরিবেশ বিধ্বংসী চারা উৎপাদন বা বাজারজাত করার দুঃসাহস করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও একইসাথে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক নজরদারির উপর জোর দিয়ে বলেন, পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, সরকারের কৃষি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে যেখানে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় এবং বিপণন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপ পরিবেশ সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের অংশ।