খেলাপ্রধান খবর

প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাংলাদেশের

স্রেফ নিয়মরক্ষার ম্যাচেও সেরা একাদশ অপরিবর্তিত রাখলেন কোচ পিটার জেমস বাটলার। শতভাগ জয় দিয়ে উইমেন’স এশিয়ান কাপ বাছাই শেষের তাড়নাও ম্যাচ শুরু হতেই ফুটে উঠল। ১৯ মিনিটের মধ্যে ছয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ; বিরতিতে গেল বড় জয়ের সুবাস মেখে।

মিয়ানমারের ইয়াংগুনে শনিবার ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে লড়ছে বাংলাদেশ ও তুর্কমেনিস্তান। ৭-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে পিটার জেমস বাটলারের দল।

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাই শুরুর পর শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস আগেই গড়েছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই আফঈদা-ঋতুপর্ণাদের জন্য নিয়মরক্ষার।

বাছাইয়ের শেষটা জয়ে রাঙানোর আশাবাদ মেয়েরা জানিয়েছিল আগেই। শুরুটাও তারা করে সেভাবেই। চতুর্থ মিনিটে শুরু করে গোল উৎসব। তহুরা খাতুনের কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী।

দুই মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের ক্রসে আফিঈদার হেড গোলকিপার ফেরানোর পর, বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র।

ত্রয়োদশ মিনিটে আবারও তুর্কমেনিস্তানের জালে বল। ডান দিক থেকে শামসুন্নাহার সিনিয়রের ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক, আলগা বল অনায়াসে জালে পাঠান শামসুন্নাহার জুনিয়র। একটু পরই বক্সের ওপরে বল পেয়ে প্রথম ছোঁয়াল একটু এগিয়ে দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা চাকমা।

সপ্তদশ মিনিটে বক্সের বেশ বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা। বলের লাইনে থাকা গোলরক্ষকের হাত ফসকে বল জড়ায় জালে। এই গোলের পরই আইশা আমানবেরদুয়েভাকে তুলে পোস্ট আগলানোর দায়িত্ব এলনুরা মাকসুয়েতোভাকে দেন তুর্কমেনিস্তান কোচ।

কিন্তু এসেই গোল হজম করেন এলনুরা। আক্রমণ ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে দরকারি টোকা দেন তহুরা।

৩৫তম মিনিটে ঋতুপর্ণার শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর বক্সের ঠিক ওপর থেকে এই ফরোয়ার্ডের বাম পায়ের শট বাঁক খেয়ে গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল আসর।

সূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম.

Related Articles

Back to top button