মেলান্দহ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মেলান্দহে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মেলান্দহ মডেল মসজিদ প্রাঙ্গণ, মডেল মাদ্রাসা এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা জায়গায় এ কর্মসূচির আওতায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জিয়াউল কবীর জিন্নাহ, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ও পৌর আমির শরাফত আলী ফারাজি, নাংলা ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুন অর রশীদ, মেলান্দহ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি মুইন, সাবেক থানা সভাপতি হাফেজ খোরশেদ আলম, নয়ানগর ইউনিয়ন সেক্রেটারি মো. সোহেল, উপজেলা শিবিরের অর্থ সম্পাদক ওয়াসিক বিল্লাহ, পৌর শিবির সভাপতি তামিম ফারাজী, উপশাখা সভাপতি রাজন ইসলাম, কেফায়েত উল্লাহসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন-`জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি সময়োপযোগী উদ্যোগ। প্রতিটি নাগরিকের উচিত নিজ এলাকায় অন্তত একটি করে গাছ লাগানো।’

বক্তারা বলেন, “গাছ মানুষকে শুধু অক্সিজেনই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতেও অপরিসীম ভূমিকা রাখে।”

তারা আরও বলেন, এই কর্মসূচি শুধু এক দিনের না, বরং এটি একটি চলমান সামাজিক আন্দোলনের অংশ।

Related Articles

Back to top button