জামালপুর

জামালপুরে এককালীন শিক্ষাবৃত্তির চেক পেলেন ৪৮ জন শিক্ষার্থী

বিল্লাল হোসাইন, জামালপুর: জামালপুরে এককালীন শিক্ষাবৃত্তির চেক পেলেন ৪৮ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থী।

মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে জেলা পরিষদের হলরুমে এ শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা পরিষদ।

জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, জামালপুর এলডিইডি’র নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ , সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুভা ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক আজহার আলী, সরকারি আশেক মাহমুদ কলেজের কৃতি শিক্ষার্থী সাদিয়া আক্তার, জামালপুর ট্রেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মো: মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া রহমান, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের আহত ও নিহত সংগঠন জেলা শাখার মূখ্য যুগ্ম সচিব আমলান সরকার।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক তুলে দেন অতিথিবৃন্দ।

জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে জামালপুর জেলার ৪৮ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির দশ হাজার টাকা করে ৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Related Articles

Back to top button