রৌমারী উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন এবং রৌমারীর সহকারী কমিশনার (ভূমি) জনাব রাসেল দিও।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে এই গুরুত্বপূর্ণ পরিদর্শন সম্পন্ন হয়। এই সময় তাঁরা কেন্দ্রের কার্যক্রম ও সেবার মান পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রটি সাধারণ জনগণের জমিজমা সংক্রান্ত বিভিন্ন সেবা — যেমন খতিয়ান, নামজারি, মিউটেশন ও ভূমি উন্নয়ন কর সম্পর্কিত সহায়তা প্রদান করে থাকে। এই ধরনের কেন্দ্র জনগণের মধ্যে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিদর্শনকালে স্থানীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হায়জা কম্পিউটার সেন্টার এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। এ সময় তাঁরা সাধারণ জনগণের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার কার্যক্রম চালানোর ওপর জোর দেন।
এ ধরনের উদ্যোগে রৌমারীবাসী উপকৃত হবে বলেই মনে করেন স্থানীয় সুধীজন।