বকশীগঞ্জ

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শাকের আহমেদ

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপু‌রের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ দ্বিতীয়বারের মতো জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন এবং পুলিশ সদর দফতর কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলা পুলিশ তাকে এই স্বীকৃতি দিয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জামালপুর পুলিশ লাইনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এই পুরস্কার প্রদান করা হয়।

জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম-এর হাত থেকে ওসি খন্দকার শাকের আহমেদ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এই স্বীকৃতি তার পেশাগত জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং কাজের অনুপ্রেরণা যোগাবে। তিনি এই অর্জন ধরে রাখতে বকশীগঞ্জ থানার সকল পুলিশ সদস্য এবং উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Related Articles

Back to top button