সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জামালপুরের মেলান্দহে উপজেলায় প্রায় চার শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উমির উদ্দিন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মশারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.কে.এম. এহছানুল হক মঞ্জু।
তিনি তার বক্তব্যে বলেন, শুধু উন্নত শিক্ষা নয়, শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করাও আমাদের বড় দায়িত্ব। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে মশারির ব্যবহার এখন সময়ের দাবি। এমন মানবিক উদ্যোগ দেশের অন্য স্কুলগুলোর জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।”
এই ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়নে অর্থায়ন করেন ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি বাকিবিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার। এছাড়া আলোচনায় অংশ নেন:
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম রেজা স্থানীয় সংবাদমাধ্যম ফ্রন্ট নিউজ সম্পাদক মেহেরুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক হাজী আব্দুল আহাদ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মশারি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। অনেক পরিবার অর্থনৈতিক সমস্যার কারণে প্রয়োজনীয় মশারি কিনতে পারে না। এমন সময় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মশারি পাওয়াটা তাদের জন্য অনেক বড় সহায়তা।