জুলাই শহীদদের স্মরণে জাবিপ্রবিতে ছাত্রদল নেতা যীনাতের বৃক্ষরোপণ
মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
পরিবেশ সচেতনতা ও দেশপ্রেমের অনন্য সমন্বয়ে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা যীনাত মিয়া আজিজুল।
বৃহস্পতিবার (১০ জুলাই) সহপাঠী, অনুজ এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ১৫টি ফলদ ও ফুলের গাছের চারা রোপণ করেন তিনি। রোপণ করা গাছগুলোর মধ্যে ছিল আতা, পেয়ারা, কাঁঠাল, কৃষ্ণচূড়া মতো দীর্ঘজীবী ও ছায়া প্রদানকারী বৃক্ষ।
গত বছর জুলাই মাসে দেশব্যাপী ছড়িয়ে পড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান আয়োজক যীনাত মিয়া আজিজুল। তিনি বলেন, ‘দেশের জন্য, মানুষের অধিকারের জন্য যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই জুলাই শহীদদের স্মৃতিকে সবুজ প্রাণের মাঝে বাঁচিয়ে রাখার এটি একটি ক্ষুদ্র প্রয়াস। প্রতিটি গাছ বড় হওয়ার সাথে সাথে তাঁদের আত্মত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেবে এবং ক্যাম্পাসে একটি সবুজ ও নির্মল পরিবেশ তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘বৃক্ষ যেমন পরিবেশকে রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর আবাসভূমি নিশ্চিত করে। আমরা চাই, আমাদের ক্যাম্পাস কেবল জ্ঞানচর্চার কেন্দ্রই নয়, পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাক্ষেত্রও হয়ে উঠুক।’
উল্লেখ্য, পড়াশোনার পাশাপাশি যীনাত মিয়া আজিজুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের জাবিপ্রবি শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।