বকশীগঞ্জ

গ্রাম পুলিশের দোকানে মিললো ইয়াবা ও হিরোইন, রবিদাস আটক

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হিরোইনসহ এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

আটক গ্রাম পুলিশের নাম শ্রী রঙ্গিলা রবিদাস (৩৫)।

মন্ডলপাড়া গ্রামের শ্রী হরিয়া দাসের ছেলে শ্রী রঙ্গিলা রবিদাস বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

শুক্রবার (১১ জুলাই) মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার দোকান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হালিম রাজ জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে যৌথ বাহিনীর সদস্যরা রঙ্গিলা রবিদাসের কীটনাশকের দোকানে অভিযান চালায়। গ্রেপ্তারের পর রঙ্গিলা রবিদাসকে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

মাদক মামলা রুজু করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

Related Articles

Back to top button