মাদারগঞ্জ

ফ্যানের সাথে ঝুলে ছিলো সঞ্জয়ের মরদেহ

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সঞ্জয় চন্দ্র মন্ডল (২৮) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সঞ্জয় চন্দ্র মন্ডল জোড়খালী ইউনিয়নের বেতাগা এলাকার প্রফুল্ল চন্দ্র মন্ডলের ছেলে। সঞ্জয় মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক পণ্যের ব্যবসা করতেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান- বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে খাবার খেয়ে দোকানে কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয় সঞ্জয়। এরপর থেকে সঞ্জয়ের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। একপর্যায়ে শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তার বড় ভাই পবিত্র চন্দ্র মন্ডল ইলেকট্রিক পণ্যের গোডাউনের শার্টার খুলে ফ্যানের সঙ্গে সঞ্জয়ের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়।

সঞ্জয়ের বড় ভাই পবিত্র মন্ডল বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দোকানে কাজ আছে বলে বাড়ি থেকে বের হয় সঞ্জয়। রাতে বাড়ি না ফেরায় আমরা মনে করেছিলাম সে দোকানে ঘুমিয়েছে। পরে সকালে বাড়ি না ফেরায় তাকে কল করেছি কিন্তু সে রিসিভ করেননি। তখনও আমরা ধারণা করেছি সে ঘুমাচ্ছে। এরপর দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা, রাত হলেও তার কোন খোঁজ পাচ্ছিলাম না। পরে দোকানের গোডাউনে ফ্যানের সঙ্গে সঞ্জয়ের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পাই ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে নিহত সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। সঞ্জয়ের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে সঞ্জয় আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

Related Articles

Back to top button