জামালপুর

জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতি’র নতুন কমিটি গঠন

সভাপতি নওশাদ ও সাধারন সম্পাদক রিপন

দলিল লেখক রাশেদুল হাসান নওশাদ সভাপতি ও সোহেল রহমান রিপনকে সাধারন সম্পাদক করে ‘জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতি’-এর তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি জামালপুর সদর উপজেলা সাবরেজিস্টার অফিস চত্বরে বার্ষিক সাধারণ সভায় তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

রবিবার (১৩ জুলাই) দুপুরের দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রহমান রিপন।

তিনি জানান, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাই জামালী আগামী তিন বছরের জন্য জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। এই কমিটিতে রাশেদুল হাসান নওশাদ সভাপতি ও সোহেল রহমান রিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সদর উপজেলা সাবরেজিস্টার অফিসের দলিল লেখকদের উদ্যোগে গঠিত হয় ‘জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতি’।

নবনির্বাচিত কমিটি দলিল লেখকদের জীবন মানোন্নয়ন এবং দলিল লেখকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে বলে জানিয়েছেন। এ ছাড়া সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছে সংগঠনটি।

Related Articles

Back to top button