জামালপুর

জামালপুরে শিশু ধর্ষণের দায়ে দুই যুবকের দশ বছরের আটকাদেশ

শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুর সদরে শিশু ধর্ষণের দায়ে দুই যুবকের দশ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলার রায় থেকে জানা যায়- জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশী মোবারক হোসেনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। রাজী না হওয়ার ওই মেয়েটিতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতো আরিফ হোসেন। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পিছনে যায়। এ সময় আগে থেকে উৎপেতে থাকা প্রতিবেশী ১৬ বছর বয়সী আরিফ হোসেন ও হাসু মিয়ার ছেলে ১৩ বছর বয়সী ফয়জুল করিম হীরা মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশ ঝাড়ে নিয়ে যায়। ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে ধর্ষণ করে সেখানেই রেখে চলে যায়।

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট ফজলুল হক জানান- এই ঘটনায় ২০২০ সালের ১১ ফ্রেব্রুয়ারী জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার শিশুর বাবা মোবারক হোসেন। একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষনা করা হয়।

ঘটনার সময় অভিযুক্তরা শিশু থাকলেও বর্তমানে আরিফ হোসেনের বয়স ২১ এবং ফয়জুল করিম হীরার বয়স ১৮। মামলায় আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট স্বাধীন।

Related Articles

Back to top button