মাদারগঞ্জে ঠিকাদারের কাছে চাঁদা দাবি, দুই যুবক গ্রেফতার
উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার বালিজুড়ী পন্ডিতপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব (৩৫) ও তার সহযোগী তারতাপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে শাকিব আল হাসান (২৫)। তাদের রাজনৈতিক কোন পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুলাল মন্ডল বাদী হয়ে থানায় আটক হওয়া দুইজনসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দায়ের করেছেন।
ঠিকাদার দুলাল মন্ডল বলেন, “আমি একজন ঠিকাদার হওয়ায় বিভিন্ন রাস্তা ও দেওয়াল নির্মাণের কাজ করি। আসামীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন যুবক ৮ জুলাই মাদারগঞ্জ উপজেলা পরিষদের গেইট নির্মাণকাজ চলাকালীন সময়ে রাজমিস্ত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের চাঁদা দিতে হবে তা-না হলে কাজ করতে পারবি না এমন হুমকিও দেয়। তখন আমার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকে। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবগত করি। এরপর সোবার (১৪ জুলাই) দুপুরের দিকে তারা আবারও চাঁদা দাবি করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নির্মাণ কাজে বাধা দিয়ে ভাঙ্গচুর শুরু করে। শ্রমিকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে মাদারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করে এবং ৪/৫ জন যুবক পালিয়ে যায়”।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। এসময় মো. ইয়াকুবের প্যান্টের পকেট থেকে চাকু ও ক্যাচি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।