মেলান্দহ

এনসিপির সমাবেশে হামলা: মেলান্দহে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে সাধারণ ছাত্র ও জনতা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৭টার পর থেকে মেলান্দহ বাজার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি শুরু হয়।

সন্ধ্যার পর থেকেই সাধারণ ছাত্র ও এনসিপি সমর্থকরা মিছিল নিয়ে মেলান্দহ বাজারে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এসময় বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে ও নানা স্লোগানে রাজপথ কাপিয়ে তোলেন।

প্রায় ১২০-১৫০ জন আন্দোলনকারী এতে অংশ নেন। তারা ‘গণতন্ত্র হত্যা বন্ধ করো’, ‘ছাত্রদের ওপর হামলা কেন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনের কারণে মেলান্দহ বাজারের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।

Related Articles

Back to top button