ইসলামপুরে সাবেক প্রিন্সিপালের বিরুদ্ধে মানববন্ধন
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুস সালাম এর পুনরায় যোগদানের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) দুপুরে ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন গেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইসলামপুরের সর্বস্তরে জনগণ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ইসলামপুর উপজেলা শাখার সভানেত্রী ও সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার খানম সুলেখা, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মিঠুন, পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রিনা আক্তার কাপাসি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রৌদশী, শিরিন, ছাত্রনেতা রাফিয়ান জামান বিশাল, শিক্ষার্থীদের অভিভাবক রেখা আক্তার, রশিদা আক্তার, শিরিনা বেগমসহ আরো অনেকে।
এই সময় বক্তারা বলেন- গত ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে আন্তঃনগর ট্রেনে স্কুলের শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় জিআরপি পুলিশ ও ট্রেনের যাত্রীরা প্রিন্সিপাল আব্দুস সালামকে হাতেনাতে ধরে ফেলে। এমন ব্যক্তিকে আমরা কলেজে আবারো দেখতে চায় না।