সারাদেশ
শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকা থেকে যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ সহ জেলা যুবদলের শতশত নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় নেতৃবৃন্দরা বলেন, ‘দেশের মানুষের জানমাল আজ নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে দেশে অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’