বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কামরুজ্জামান (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার নয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান পৌর এলাকার মালিরচর নামাপাড়া গ্রামের আব্দুল হক বাচ্চু মাস্টারের ছেলে।
পুলিশ জানায়- শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কামরুজ্জামান নয়াপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।